• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজয় দিবসে মালার গান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৭

অস্ট্রেলিয়া প্রবাসী সঙ্গীতশিল্পী মালা সময় পেলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছুটে আসেন। দেশে থাকাকালীন শ্রোতাদের নতুন গান উপহার দিতে চেষ্টা করেন এই শিল্পী।

সম্প্রতি দেশে ফিরেছেন মালা। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তার নতুন একটি গানের মিউজিক ভিডিও।

ঈগল মিউজিকের ব্যানারে ‘আমার বাংলাদেশ’ নামে গানটি প্রকাশিত হয়েছে। শাহান কবন্ধের কথায় এ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিও পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল। ভিডিওটির শুটিং হয়েছে সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন বিখ্যাত ও মনোরম লোকেশনে।

এ ব্যাপারে আরটিভি অনলাইনকে মালা বলেন, গানটি আগেই করেছিলাম। কিন্তু শ্রোতাদের মাঝে উপহার দেয়ার দিন হিসেবে মহান বিজয় দিবসকে বেছে নিয়েছি। গানটির কথা ও ভিডিওতে আবহমান বাংলার কথাই উঠে এসেছে, তবে একটু ভিন্ন আঙ্গিকে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

তিনি আরো বলেন, এবার দুই মাসের জন্য দেশে এসেছি। ইচ্ছে আছে নতুন কিছু গান করার। এখন নতুন গানের প্রস্তুতি নিচ্ছি।

মালার শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে- যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে/যার আশাতে মনের ভেতর সুখের বৃষ্টি ঝড়ে, চোখের দেখা সবকিছু নয় মনের দেখা বাকি, ভেতর বলে বাহির কান্দেসহ বেশকিছু গান।

এম/এসআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারের দোকানে ১০ লাখ টাকার মালামাল চুরি
পাউরুটি দিয়েই হবে সুস্বাদু রসমালাই
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ
‘ফুলের মালা কখনও কখনও ফাঁসির দড়িও হতে পারে’
X
Fresh