• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দিয়াড়ের আয়োজনে গম্ভীরার শিল্পস্রষ্টা কুতুবুল আলমের মৃত্যুবার্ষিকী পালিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৮

আধুনিক গম্ভীরা গানের অন্যতম প্রধান শিল্পস্রষ্টা ‘নানা’ কুতুবুল আলমের মৃত্যবার্ষিকী পালিত হয়েছে।

বাংলার মাটি ও মানুষের অতি প্রিয় ‘নানা’ স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ‘দিয়াড়'।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেট খামারবাগিতে তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

দিয়াড়ের আহ্বায়ক মুখলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক কামাল লোহানী, শিক্ষাবিদ অধ্যাপক এলতাস উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এনামুল হক, সাবেক রাষ্ট্রদূত কামাল উদ্দীন, সাবেক সচিব ফজলুল হক, কবি আপেল আবদুল্লাহ কুতুবুল আলমের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে কুতুবুল আলমের ছেলে সুজাতুল আলম কল্লোলসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন গবেষক ও লেখক সেলিম জাহাঙ্গীর ও শাহরিয়ার মাহমুদ প্রিন্স। পরে এক মোনাজাতে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh