• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আরটিভির আয়োজনে বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:৩৪

বিজয় দিবস উপলক্ষে আরটিভির আয়োজনে অনুষ্ঠিত হলো শিশু- কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানীর তেজগাঁয়ে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে, এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে অংশ নেন শিক্ষার্থীরা। পরে তাদের মধ্যে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে, প্রতি বছরের মতো এ বছরও আরটিভির আয়োজনে ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

তিন ক্যাটাগরিতে ৫ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোররা অংশ নেন, এ আয়োজনে।

পরে সবার মধ্যে সার্টিফিকেট তুলে দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

আরটিভির এমন আয়োজনকে সাধুবাদ জানালেন, এ প্রতিযোগিতার বিচারকরা।

এসময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বললেন, শিশু কিশোরদের নিজেদের গৌরবাজ্জল ইতিহাস জানানো ও তাদের মধ্যে দেশ প্রেম ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

এদিকে, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘আরটিভির বিজয়ের গান’ অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। এ উপলক্ষে চলেছে শেষ প্রস্তুতি।

অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়েছে আরটিভি কর্তৃপক্ষ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh