• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পিক্স সিনেপ্লেক্সে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

পাভেল রহমান

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:০১
ছবি : মাটির ময়না চলচ্চিত্রের দৃশ্য

ঢাকার অদূরে বিক্রমপুরের সিরাজদিখান বাজারে সম্প্রতি স্থাপিত পিক্স সিনেপ্লেক্সে সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫-২১ ডিসেম্বর সাত দিনে সাতটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখানো হবে।

আরটিভি অনলাইনকে এই তথ্য জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। তিনি বলেন, ১৯৭৫ সালের পর এই প্রথম একটি ব্যক্তি উদ্যোগের সিনেমা হলে ৭ দিনব্যাপি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে আগামীকাল ১৫ ডিসেম্বর দেখানো হবে ‘আগুনের পরশমণি’। হুমায়ূন আহমেদ তার উপন্যাস অবলম্বনে ১৯৯৪ সালে নির্মাণ করেন ছবিটি। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, শিলা আহমেদ, ডলি জহুর।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেখানো হবে নাসির উদ্দিন ইউসুফ নির্মিত ‘গেরিলা’। ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। অভিনয় করেন জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত।

১৭ ডিসেম্বর দেখানো হবে মোরশেদুল ইসলাম নির্মিত ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। অভিনয় করেন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর।

১৮ ডিসেম্বর দেখানো হবে তৌকীর আহমেদ নির্মিত ‘জয়যাত্রা’। আমজাদ হোসেনের কাহিনি নিয়ে ২০০৪ সালে ‘জয়যাত্রা’ ছবিটি নির্মাণ করেন তৌকীর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ূন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, চাঁদনী।

১৯ ডিসেম্বর দেখানো হবে তারেক মাসুদ নির্মিত ‘মাটির ময়না’। ছবিটিতে অভিনয় করেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, লামিসা রিমঝিম, মঈন আহমেদ, মোহাম্মদ মোসলেমউদ্দিন, শাহ্ আলম দেওয়ান, আবদুল করিম প্রমুখ। ২০০২ সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ছবিটি। ২০০৩ সালে ইউরোপের ৪০টি প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পায় ছবিটি। ২০০২ সালে মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও বাংলাদেশ সরকার ছবিটিকে নিষিদ্ধ করেছিল। পরবর্তী সময়ে ছবিটির উপর রাষ্ট্রীয় নিশেধাজ্ঞা তুলে নেয়া হয়।

২০ ডিসেম্বর দেখানো হবে জাহিদুর রহিম অঞ্জন নির্মিত ‘মেঘ মল্লার’। আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং বেঙ্গল ইন্টারটেইনমেন্ট লিমিটেডের সহযোগিতায় ছবিটি নির্মাণ করেছেন জাহিদুর রহিম অঞ্জন।

২১ ডিসেম্বর দেখানো হবে শাহ আলম কিরন নির্মিত ’৭১ এর মা জননী’। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন নিপুণ, আগুন, শাকিল আহমেদ, মম মোর্শেদ, সাজু ও শিশুশিল্পী সোহান। ছবিটি ২০১৪ সালে নারায়ণগঞ্জের একটি সিনেমা মুক্তি পায়। পরবর্তীতে ২০১৫ সালে সারাদেশে মুক্তি দেয়া হয়।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh