• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে নির্মাতা মাসুদ সেজান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৭, ২২:৫৭

জনপ্রিয় নির্মাতা মাসুদ সেজান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গেলো ১০ ডিসেম্বর মধ্যাহ্নভোজের পর বুকে ব্যথা উঠলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখন তিনি সেখানে সিসিইউতে রয়েছেন।

মাসুদ সেজানের ছোট ভাই আসাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাই (মাসুদ সেজান) এখন অনেকটা ভালো আছেন। কথা বলতে পারছেন। ডাক্তার তার সার্বক্ষণিক দেখভাল করছে।

জানা গেছে, গ্যাস ছাড়াও তার শারীরিক অন্য কোনো সমস্যা নেই। আগেও টেস্ট করানো হয়েছে তবে রিপোর্টে কিছু ধরা পড়েনি। দ্বিতীয় রিপোর্টে ধরা পড়েছে হার্টে রক্তের সার্কুলেশন কমে গেছে। স্বাভাবিক অবস্থার মতো নেই। সেজন্য সমস্যা হচ্ছে। চিকিৎসা চলছে। আর ফাইনাল রিপোর্ট জানা যাবে এনজিওগ্রাম করার পর।

মাসুদ সেজান পরিচালিত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘চলিতেছে সার্কাস’, ‘ডুগডুগি’, ‘পল্টিবাজ’, ‘অতঃপর টিয়া পাখি উড়িয়া চলিল’, ‘ফোর সাবজেক্ট’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল’, ‘সুখ টান’, ‘হাতেম আলী’।

১৯৮৮-৯০ সালের দিকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তার লেখা দুটি পথনাটক ‘কিসের আলামত’, ‘সংগ্রাম চলবেই’ আলোড়ন তোলে।

নাটক নির্মাণের আগে পেশাগত জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন মাসুদ সেজান।

এম/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh