• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতীয় টিভি চ্যানেলও নিষিদ্ধ করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর ২০১৬, ১২:১৩

‘অবৈধ আধেয়’ প্রদর্শনের অভিযোগ এনে পাকিস্তানে নিষিদ্ধ করা হলো ভারতীয় সব টিভি চ্যানেল। এর আগে ভারতীয় সিনেমা দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ) জানায়, ১৫ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হবে। টিভি চ্যানেল ও পরিবেশক নেটওয়ার্ক এ নিষেধাজ্ঞা না মানলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঘোষণার পরপরই পাকিস্তানের বড় বড় সিনেমা হলে ভারতের চলচ্চিত্র দেখানো বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে পাকিস্তানি হল মালিকরা বলছেন, নিজেদের সশস্ত্র বাহিনীর সঙ্গে একাত্মতা প্রকাশের অংশ হিসেবেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে বৃহস্পতিবার ভারতের চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার অ্যাসোসিয়েশন বলিউডে কাজ করা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের নিষিদ্ধ করে।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh