• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা বিশ্ববিদ্যালয় ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৭, ২০:০৩

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে। আগামীকাল সোমবার সন্ধ্যায় ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ১২তম ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যেৎসব শুরু হবে।

উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি থাকবেন আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি থাকবেন ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কলা অনুষদের ডীন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবির।

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবির জানান, এবার উৎসবটি এক দশক পূর্ণ করতে যাচ্ছে। প্রতি বছরই এই নাট্যোৎসবকে ঘিরে ঢাবি শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য কাজ করে। এবারো উৎসবটি যেন প্রাণবন্ত হয়ে উঠে সবাই চেষ্টা করে যাচ্ছেন।

উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালীউল্লাহ, আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, বাদল সরকার, মমতাজউদ্দিন আহমদ প্রমূখ বাংলা সাহিত্যের কালজয়ী লেখকের সাহিত্যকর্মের নাট্যরূপ উপস্থাপিত হবে।

এ বছর ঢাবি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ দুই দশক পেরিয়ে তিন দশকের কোঠায় পদার্পণ করেছে। এই বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসবও এক দশক পূর্ণ করেছে। এবারের উৎসবের স্লোগাণ ঠিক করা হয়েছে- ‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh