• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন ফরাসি পপ সম্রাট জনি হ্যালিডে

বিনোদন ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:০৪

চলে গেলেন বিখ্যাত ফরাসি পপ তারকা জনি হ্যালিডে। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত থেকে বুধবার ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এ পপ সম্রাট। খবর বিবিসি।

জনি হ্যালিডের গানের প্রায় ১১ কোটি ক্যাসেট বিক্রয়ের রেকর্ড আছে। তিনি গানের পাশাপাশি কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন। ১৯৯৭ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকুইস চির‌্যাক তাকে সম্মানসূচক ‘লিজিয়ন অফ অনার’এ ভূষিত করেন।

এএফপি’কে দেয়া একটি বিবৃতিতে তার স্ত্রী ল্যাটিসিয়া জানান, ‘জনি হ্যালিডে আমাদের ছেড়ে চলে গেছেন। আমি যে কথাগুলো লিখছি তা আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু তারপরও এটিই সত্যি। আমার মানুষটা আর আমাদের মাঝে নেই, যিনি তার সারা জীবন সাহস এবং মর্যাদার সঙ্গে অতিবাহিত করেছেন।’

তার মৃত্যুর খবর পাবার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের প্রতেক্যের মধ্যেই জনি বিরাজমান। যুগের পর যুগ তিনি ফরাসি জনগণের মধ্যে নিজের অস্তিত্বকে প্রকাশ করেছেন। তিনি তার কনসার্টের মাধ্যমে সবাইকে আনন্দ দিয়ে এসেছেন।’

এক টুইট বার্তায় দেশটির বিখ্যাত গায়িকা সেলিনা ডিওন তাকে ‘কিংবদন্তি’ বলে অভিহিত করেন। ফরাসিরা তাকে ‘আওয়ার জনি (আমাদের জনি)’ বলে সম্বোধন করতেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশটিতে।

এপি/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh