• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আমি কখনো রাজনীতি করিনি, করবোও না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৬
ছবি : অনন্ত জলিলের ফেসবুক থেকে নেয়া

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হতে চান ব্যবসায়ী অনন্ত জলিল। সম্প্রতি এমন একটি আলোচনা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন এই তারকা।

তিনি বলেন, আমি কখনো রাজনীতি করিনি এবং করবোও না। রাজনীতির জন্য আমি নই। আপনারা সবাই জানেন আমি একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুর পর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘মেয়র হিসেবে অনন্ত জলিলকে দেখতে চাই’ শীর্ষক প্রচারণা।

কেউ কেউ আবার মনে করেন মেয়র হবার জন্য অনন্ত জলিল নিজেই তার ভক্তদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন প্রচারণা শুরু করেছেন।

এবার নিজের অবস্থান স্পষ্ট করে ফেসবুকে অনন্ত জলিল বলেন, আমি কখনো বিজিএমইএ, বিকেএমইএ এবং চলচিত্র পরিষদের কোনো নির্বাচন করিনি। দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় আমার ভুল উদ্ধৃতি ও ছবি দিয়ে ‘মেয়র হওয়ার দৌড় ঝাঁপ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এতে আমি বেশ মর্মাহত। অনুরোধ রইলো আমার সঙ্গে কথা না বলে, মিথ্যা উদ্ধৃতি দিয়ে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।

তিনি আরো বলেন, আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই।

পিআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
X
Fresh