• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নজরুল বিশ্ববিদ্যালয়ে যাত্রানাট ‘সাজাহান’

পাভেল রহমান

  ০৪ ডিসেম্বর ২০১৭, ১২:৫৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে এনেছে যাত্রানাট ‘সাজাহান’। এটি নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক মাজহারুল হোসেন তোকদার।

গতকাল ৩ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি মঞ্চস্থ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ ৪ ডিসেম্বরও একই স্থানে মঞ্চস্থ হবে যাত্রানাট ‘সাজাহান’। মাজহারুল হোসেন তোকদার জানান, দুই মাসের পরিশ্রমের ফল যাত্রানাট ‘সাজাহান’। বহুবিধ সংকটের ভিতরে দাঁড়িয়ে হারিয়ে যেতে থাকা যাত্রাকে নতুন ভাবনায় মঞ্চায়ন ছিল চমৎকার উপভোগ্য।

ডি এল রায়ের ঐতিহাসিক নাটক সাজাহান। পুত্রদের দ্বন্দ্ব, রাজ্যের সাথে রাজ্যের সংকট, সংঘাত, ষড়যন্ত্রের পরিণতিতে সাজাহানের ক্ষমতার পতনের মধ্য দিয়ে ভারতের সিংহাসনে বসেন আওরঙ্গজেব।

মাজহারুল হোসেন তোকদার বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যাঙ্গিক যাত্রা। যার আছে নিজস্ব জৌলুস ও গৌরব। সেই জৌলুস ও গৌরবকে সঙ্গী করে নাটকের ফর্মগুলোর মেলবন্ধনে নির্মিত হয়েছে যাত্রানাট ‘সাজাহান’।

এতে অভিনয় করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২য় ব্যাচ, মাস্টার্স ১ম সেমিস্টার ও বিভাগের ৭ম ব্যাচ অনার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা।

শিল্পীদের মধ্যে রয়েছেন- হৃদয়, ছোটন, অপরূপা হাজং, রোমানা, পান্না, বিপুল, তুষার, মুরাদ, রিয়েল, মিতিশ, প্রিয়াংকা কুন্ডু, সানজিদা, সাবিনা ইয়াসমিন, তনিমা, রাফিয়া, রুকুনুজ্জামান, নিপা, বিথী, সুমন, দীপু।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh