• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সম্মাননা ও পদক পেলেন দুই নাট্যজন

পাভেল রহমান

  ২৮ নভেম্বর ২০১৭, ১৭:৩৭

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা পাল করে নাট্য সংগঠন ‘থিয়েটার’। এ দলটি ১৯৮৯ সালে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর নামে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সালে ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক’ প্রবর্তন করে।

নাট্যচর্চায় অগ্রণী ভূমিকার জন্য এই পদক প্রদান করা হয়। এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন ইস্রাফিল শাহীন এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক পেয়েছেন রুমা মোদক।

গতকাল সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্মাননা ও পদক প্রদান করা হয়।

নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি সম্মাননা ও পদক তুলে দেন ইস্রাফিল শাহীন ও রুমা মোদকের হাতে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার।

পুরস্কার প্রদান পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আয়োজনে মুনীর চৌধুরী রচিত ‘দণ্ডধর’ নাটিকার পাঠ-অভিনয় করেন থিয়েটারের শিল্পীরা।

মুনীর চৌধুরী সম্মাননা যারা পেয়েছেন

মোহাম্মদ জাকারিয়া (১৯৮৯), অমলেন্দু বিশ্বাস(মরণোত্তর, ১৯৯০), আবদুল্লাহ আল-মামুন (১৯৯১), নাগরিক নাট্য সম্প্রদায় (১৯৯২), সৈয়দ জামিল আহমেদ (১৯৯৪), রামেন্দু মজুমদার (১৯৯৫), প্রকাশনা সংস্থা মুক্তধারা (১৯৯৬), সাঈদ আহমদ (১৯৯৭), ফেরদৌসী মজুমদার (১৯৯৮), সৈয়দ শামসুল হক (১৯৯৯), আতাউর রহমান (২০০০), মামুনুর রশীদ (২০০১), নাসির উদ্দীন ইউসুফ (২০০২), সেলিম আল দীন (২০০৩), আলী যাকের (২০০৪), নিখিল সেন (২০০৫), আসাদুজ্জামান নূর (২০০৬), জিয়া হায়দার ২০০৭), মলয় ভৌমিক (২০০৮), পার্থপ্রতিম মজুমদার (২০০৯), অধ্যাপক আবদুস সেলিম (২০১০), আরণ্যক নাট্যদল (২০১১), লিয়াকত আলী লাকী (২০১৩), মৃত্তিকা চাকমা (২০১৪), ম. হামিদ (২০১৫), কেরামত মাওলা (২০১৬) এবং ২০১৭ সালে ইসরাফিল শাহীন।

মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক যারা পেয়েছেন

আহমেদ ইকবাল হায়দার (১৯৯৭), মান্নান হীরা (১৯৯৮), শিমুল ইউসুফ (১৯৯৯), ঠান্ডু রায়হান (২০০০), খালেদ খান (২০০১), দেবপ্রসাদ দেবনাথ (২০০২), আলোক নির্দেশক নাসিরুল হক খোকন (২০০৩), মাসুম রেজা (২০০৪), আমিনুর রহমান মুকুল (২০০৫), ফয়েজ জহির (২০০৬), জগলুল আলম (২০০৭), শুভাশিস সিনহা (২০০৮) বাবুল বিশ্বাস (২০০৯), অসীম দাশ (২০১০), নাট্যপত্রিকা থিয়েটারওয়ালা (২০১১), সুদীপ চক্রবর্তী (২০১২), সামিনা লুৎফা নিত্রা (২০১৩), আইরিন পারভীন লোপা (২০১৪), আকতারুজ্জামান (২০১৫), অভিজিৎ সেনগুপ্ত (২০১৬) এবং ২০১৭ সালে রুমা মোদক।

পিআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh