• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্রিকেট মাঠেও 'আয়নাবাজি'

আরটিভি অনলাইন বিনোদন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭

জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম ছবি 'আয়নাবাজি' মুক্তি পাচ্ছে ৩০ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রে ছবিটি নতুন এক আনন্দ দেবে বলে মনে করছেন অনেকেই। ‘আয়নাবাজি’ প্রচারের জন্য বিভিন্ন উদ্যোগও নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ছবির প্রধান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীকে নিয়ে হাজির হয়েছেন নির্মাতা অমিতাভ রেজা। গিয়ে বসেন দর্শক সারিতে। তবে স্বাভাবিক চেহারায় নয়, ছবির চরিত্র নিয়েই তিনি খেলার মাঠে হাজির হয়েছেন।

এ লুকে হাজির হওয়াই বলে দিচ্ছে ছবিটি নিয়ে কতোটা সিরিয়াস ‘মনপুরা’খ্যাত তারকা চঞ্চল চৌধুরী।

ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া।

নাম ভূমিকায় থাকা চঞ্চল চৌধুরীকে নিয়েই ছবির গল্প। তিনিই শুনাবেন শহরের গল্প, যেখানে এখনো সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাকডাক দেয়, বাচ্চারা দল বেধে নাটক শিখে। আর মহল্লার চা-পুরির দোকানে ঠাট্টা-মশকরায় ব্যস্ত বেকার-বখাটেরা।

গল্পের নায়ক আয়না এখানকারই বাসিন্দা। তার সঙ্গে 'হৃদি'র (নাবিলা) প্রেমের সম্পর্ক। একপর্যায়ে নষ্ট শহরের বেড়াজালে আটকা পড়েন চঞ্চল। তখনই সাংবাদিক রূপে হাজির হন পার্থ বড়ুয়া।

এইচএম/ এস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh