• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘সময়টাই শুধু বদলেছে, দ্রৌপদী একই আছে’

পাভেল রহমান

  ২৫ নভেম্বর ২০১৭, ১১:১২

একযুগ পর মঞ্চে এসেছে সাড়া জাগানো নাটক ‘নিত্যপুরাণ’। মাসুম রেজার লেখা ও নির্দেশনায় এই নাটকে দ্রৌপদী’চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা। আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নাটকটির নবরূপে তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে গেলো ১০ ও ১১ নভেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দুটি প্রদর্শনী হয়েছে। ‘নিত্যপুরাণ’নাটক ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আরটিভি অনলাইনের মুখোমুখি হয়েছিলেন বন্যা মির্জা। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান।

‘নিত্যপুরাণ’ নিয়ে জানতে চাই?

এই নাটকে দ্রৌপদী হয়ে মঞ্চে অভিনয় করছি। একযুগ পরে নাটকটি নবরূপে মঞ্চে এসেছে। ২০০৫ সালে নাটকটির সবশেষ মঞ্চায়ন হয়। এটি অবশ্যই ‘দেশ নাটক’র জন্য বিশেষ ঘটনা, আমার কাছে নাটকটির দ্রৌপদী চরিত্রে অভিনয় করাটা বিশেষ আনন্দের। একযুগ আগেও দ্রৌপদী হয়ে মঞ্চে অভিনয় করেছি, এখনো করছি।

একযুগ পর দ্রৌপদী করতে গিয়ে কোনো পার্থক্য অনুভব করছেন?