• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ

জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

  ২৩ নভেম্বর ২০১৭, ২৩:২৯

সঞ্জয় লীলা বানসালির মুক্তি প্রতীক্ষিত ‘পদ্মাবতী’র সমর্থনে বক্তব্য দেয়ায় ভারতের কবি, গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি অভিযোগে মামলা করা হচ্ছে।

জয়পুরের সিন্ধি ক্যাম্প পুলিশ স্টেশনে মামলাটি করা হচ্ছে বলে দেশটির গণমাধ্যমসূত্রে জানা গেছে।

সম্প্রতি লক্ষ্ণৌতে একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকার জাভেদ বলেন, রাজপুতরা ব্রিটিশের বিরুদ্ধে কখনো লড়েনি, তারা ইংরেজদের হাতের পুতুল ছিল। রাজপুত আর রাজওয়াড়ারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরেনি অথচ এখন তারা রাস্তায় নেমেছে একটি ছবি ও এক পরিচালকের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, রাজস্থানের এইসব রানা, রাজা, মহারাজারা ২০০ বছর ধরে ব্রিটিশ রাজত্বের গোলাম ছিলেন। সেসময় তাদের রাজপুত সম্মান আর মর্যাদা কোথায় ছিল। তারা তাদের রাজত্ব ধরে রেখেছিলেন ব্রিটিশদের গোলামি করার অঙ্গীকার করে।