• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নগরজুড়ে পথনাটক

পাভেল রহমান

  ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৪৩
ফাইল ছবি : থিয়েটার আর্ট ইউনিটের ‘জনম দুঃখী মা’ নাটকের দৃশ্য

‘জয় হোক মানুষের ক্ষয় হোক দুর্বৃত্তের’- স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে নিয়মিত শীতকালীন পথনাটক অভিনয় কর্মসূচি।

কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় কর্মসূচির উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলির সদস্য ঝুনা চৌধুরী।

সভাপতিত্ব করবেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঁচটি নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের বিভিন্ন নাট্যদল এই কর্মসূচীতে অংশগ্রহণ করবে।

পথনাটক পরিষদ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৯২ সালে বাংলাদেশ পথনাটক পরিষদ প্রতিষ্ঠালাভের পর থেকে প্রতি বছর শীত মৌসুমের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পথনাটক প্রদর্শনীর আয়োজন করে আসছে। ১ এপ্রিল পর্যন্ত প্রতি শুক্রবার এ প্রদর্শনী চলবে।

শুরু থেকে এই প্রদর্শনী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলেও গত বছর সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়। এ বছরও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে পথনাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh