• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেসব প্রেক্ষাগৃহে চলবে 'আয়নাবাজি'

আরটিভি অনলাইন বিনোদন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০০

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র 'আয়নাবাজি' প্রেক্ষাগৃহে আসছে ৩০ সেপ্টেম্বর। ছবিটি এখন পর্যন্ত ১৪ হল চূড়ান্ত হয়েছে।

প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া।

নাম ভূমিকায় দেখা যাবে দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তিনিই এক শহরের গল্প শুনাবেন, যে শহরে এখনো সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাকডাক দেয়, বাচ্চারা দল বেধে নাটক শিখে। আর মহল্লার চা-পুরির দোকানে ঠাট্টা-মশকরা ব্যস্ত বেকার-বখাটেরা। গল্পের নায়ক আয়না এখানকার বাসিন্দা। তার সঙ্গে 'হৃদি' নামে নাবিলার প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে নষ্ট শহরের বেড়াজালে আটকা পড়েন তিনি। সাংবাদিক রূপে পার্থ বড়ুয়া হাজির হন।

যে সব প্রেক্ষাগৃহে দেখানো হবে- স্টার সিনেপ্লেক্স (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), যমুনা ব্লকবাস্টার (ঢাকা), আনন্দ (ঢাকা), কল্লোল (মধুপুর), সংগীতা (খুলনা), কেয়া (টাঙ্গাইল), ছায়াবাণী (ময়মনসিংহ), তাজ (নওগাঁ), সেনা অডিটোরিয়াম (সাভার), চালা (সিরাজগঞ্জ), দর্শন (ভৈরব), মিনি গুলশান (জিঞ্জিরা)।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh