• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় স্টুডেন্টস নাইটে আর্টসেল

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ২১ নভেম্বর ২০১৭, ১২:৫৪

প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি স্টুডেন্টস নাইট- ২০১৭’। আগামী ২৫ নভেম্বর (শনিবার) ইউনিভার্সিটি মালয়া’র দেওয়ান টুংকু চ্যান্সেলরে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের ব্যান্ডদল ‘আর্টসেল’।

এতে মালয়েশিয়ার ৫০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ছাড়াও অংশ নেবেন বিদেশি শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিনামূল্যে প্রবেশাধিকারের সুযোগ থাকছে বলে জানান আয়োজকেরা।

অনুষ্ঠানের প্রোগ্রাম ডিরেক্টর রাশিক হায়দার বলেন, ‘প্রবাসে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আশা করি প্রতিবারের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা আমাদের এই আয়োজন উপভোগ করবেন।

এবারের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মালয়া ইউনিভার্সিটি’র ডিপুটি ভাইস চ্যান্সেলর দাতুক ডক্টর রোহানা, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব সায়েদুল ইসলাম, মালয়া ইউনিভার্সিটি’র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টারের ডিরেক্টরসহ অনেকে।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় অধ্যয়নরত কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীকে বিএসএন একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই অনুষ্ঠানকে ঘিরে নিয়মিত মহড়া করছেন শিল্পী-কলাকুশলীরা।

টিম স্পেক্ট্রা ড্যান্স ক্রু, ইউনিভার্সিটি মালয়া ব্যান্ড, জেস্ট বেঙ্গল ব্যান্ড, ইউনিভার্সিটি টেকনলোজি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, সেগী ইউনিভিার্সিটিসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

পিআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh