• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

তির্যক নাট্যমেলায় যত আয়োজন

পাভেল রহমান

  ১৭ নভেম্বর ২০১৭, ১২:০৬

এবার ঢাকায় তিন দিনের নাট্যমেলা আয়োজন করছে চট্টগ্রামের অন্যতম নাট্যদল তির্যক। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে এই আয়োজন। উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।

এছাড়া নাট্যমেলায় সম্মাননা জানানো হবে ফেরদৌসী মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফকে। তির্যকের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার আরটিভি অনলাইনকে এ তথ্য জানান।

তিনি বলেন, উৎসব ভেন্যু শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের বাইরে লবিতে থাকবে নাট্য স্মারক প্রদর্শনী। উদ্বোধনী আসরের আগে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

আহমেদ ইকবাল হায়দার আরো বলেন, তীর্যকের ৪৪ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘তির্যক নাট্যমেলা’। তিন দিনের এই মেলায় তির্যক নাট্যদলের তিনটি প্রযোজনা মঞ্চস্থ হবে। এগুলো হলো- বিসর্জন, ইডিপাস ও তরঙ্গভঙ্গ। কত্থন ও সম্মাননা প্রদান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’।

উদ্বোধনী আসরে শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যভাবনা আদান প্রদান’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফ। এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক সক্রেটিসের গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’।

রোববার বিকাল সাড়ে ৫টায় নাট্যমেলার সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এদিন দলটি পরিবেশন করবে সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক ‘তরঙ্গভঙ্গ’।

নাটক মঞ্চায়নের পাশাপাশি শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সংগীত, আবৃত্তি, নৃত্য, মুকাভিনয় ও চট্টগ্রামের লোকগান।

আহমেদ ইকবাল হায়দার বলেন, প্রতিষ্ঠার ৪৪ বছরে তির্যক এ পর্যন্ত ৪৪টি নাটক প্রযোজনা করেছে। এগুলোর প্রদর্শনীর সংখ্যা ২৬১৫টি। তির্যক নাট্যদলের এসব প্রযোজনার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ-নজরুল-মাইকেল মধুসূদন দত্ত, শেক্সপিয়র, বার্টোল্ড ব্রেখট, ওলে সোয়েঙ্কা, জে এম সিঞ্জে, জিয়া হায়দার, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহদের নাটক।

এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাটক বিসর্জন নাটকটির ২০০ প্রদর্শনী অতিক্রম করেছে। এছাড়া রবীন্দ্রনাথের রক্তকরবী, রথযাত্রা, সফোক্লিসের, ইডিপাস, বার্টোল্ড ব্রেখটের সমাধান, মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকগুলোর শততম প্রদর্শনী হয়েছে।

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh