• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নাট্যশালায় ‘জলপুত্র’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ১১:৪৬

এ বছরের শুরুতেই বেঙ্গল থিয়েটার মঞ্চে এনেছিল কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের সমুদ্র ভিত্তিক জেলে সম্প্রদায় নিয়ে উপন্যাস ‘জলপুত্র’। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক, নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল।

আগামী বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির চতুর্থ মঞ্চায়ন হবে।

প্রান্তিক মানুষ হিসেবে জেলেদের দু:খ-বেদনা, প্রাপ্তি-হাহাকার, আনন্দ-বিলাপ, মৃত্যু আর জেগে ওঠার চালচিত্র এটি। এ নাটকে একজন জেলে নারীর সংগ্রামী জীবনের ইতিহাসের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে উঠার চিত্র তুলে ধরা হয়েছে। জেলেদের জীবন-যাপন, যুদ্ধ-সংগ্রাম, হাহাকার, শোষণ নানা চরিত্র এ নাটকে তুলে ধরা হয়েছে।

জলপুত্র নাটকে অভিনয় করবেন- লক্ষী রায়, সিনথিয়া, প্রিয়ন্তী, হাবিব, মিজান, রাজীব, সজিব, উজ্জল, তোফায়েল, রকি, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, শাকিল, পারভেজ, জিয়া ও রেজাউল প্রমুখ।

নির্দেশক হাসান রেজাউল বলেন- জেলেরা প্রান্তজন। তাদের নিয়ে আমরা কাজ করতে পারছি এটাই আনন্দের। প্রান্তজনদের পাশে সব সময় থাকতে চাই। এই নাটকটিতে একজন নারীর সংগ্রামী জীবন কথনের পাশাপাশি শোষণের হাত থেকে বাঁচার জন্য জলপুত্রদের প্রতিবাদী হয়ে উঠার চিত্র তুলে ধরেছি। নতুন দল হিসেবে নবীন নাট্যকর্মীরা চেষ্টা করেছি নতুন কিছু করার। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।

পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh