• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘প্রীতিলতার জীবনটাই একটি চলচ্চিত্র’

আরটিভি অনলাইন বিনোদন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৭

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বাঙালি নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির ৮৪ বছর পূর্ণ হল। দিনটি স্মরণে তাকে নিয়ে তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট www.banglarpritilata.com উদ্বোধন করা হয়। নির্মিতব্য 'প্রীতিলতা' চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা এ উদ্যোগ নেন।

এ উপলক্ষে 'স্মরণে সন্মানে প্রীতিলতা' শীর্ষক আলোচনা সভায় অতিথি ছিলেন ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষীনি, মডেল-ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, সাহিত্যিক সেলিনা হোসেন, কবি নাসির আহমেদ, কবি কাজী রোজি, সাংবাদিক শ্যামল দত্ত। বিকেল পাঁচটায় হোটেল সোনারগাঁওয়ের ব্যালকুনি হল-এ অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রীতিলতাকে নিয়ে তৈরি প্রামান্যচিত্র দেখানোর পর আলোচনা শুরু হয়।

'প্রীতিলতা' ছবির পরিচালক রাশিদ পলাশ বলেন, 'প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র তৈরির কিছু নেই, তার জীবনটাই একটি চলচ্চিত্র। ছবির প্রস্তুতি পর্বে এই অগ্নিকন্যার গ্রামের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে যেদিন যাই, মনে আছে দিনটি ছিল শুক্রবার একদিকে মসজিদে খুৎবা হচ্ছে, আর অন্যদিকে মন্দিরে কীর্তন শোনা যাচ্ছে। হিন্দু-মুসলমানদের পাশাপাশি এমন সুন্দর শান্তিপূর্ণ অবস্থান প্রীতিলতার গ্রাম বলেই হয়তো সম্ভব।'

ভাস্কর-মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষীনি বলেন, ' প্রতিদিন আমরা নতুন করে মানুষকে জানি, ইতিহাসকে জানি। ছোটবেলা থেকেই প্রীতিলতাকে অনুভব করে আসছি। পরবর্তী প্রজন্ম যেন তাকে পাঠ্য পুস্তকে পায় সেই জায়গা তৈরি হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে তিনি ইতিহাস হয়ে থাকবেন।'

সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, 'প্রীতিলতা শুধু একটি নাম নয়, একটি স্বদেশের চেতনা। তাকে নিয়ে এমন চলচ্চিত্র তৈরি করবেন যেন তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।'

মডেল-ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, 'ব্যক্তি প্রীতিলতার মাঝে সাহস ছিল। চলচ্চিত্রেও যেন তার সেই সাহস ফুটিয়ে তোলা হয়।'

কবি নাসির আহমেদ বলেন, ' যখন তরুণ প্রজন্ম বিপথে, জঙ্গিবাদের দিকে পা বাড়াচ্ছে ঠিক সেই সময় একদল তরুণের এমন চলচ্চিত্র তৈরির পরিকল্পনা আশার আলো দেখাচ্ছে। প্রীতিলতা তারুণ্যের প্রতীক।'

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার পলাশীর যুদ্ধে পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ইংরেজ শাসন শুরু হয়। ইংরেজ শাসনের জুলুম, অত্যাচার, হত্যা, মিথ্যা, মামলা নানান নিপীড়নের বিরুদ্ধে নিজ জন্মভূমিকে স্বাধীন করার জন্য প্রথম যে বীর বাঙালি নারী প্রাণ দিয়েছিলেন তিনিই হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার।

প্রীতিলতা চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন গোলাম রাব্বানী ও পরিচালনা করছেন রাশিদ পলাশ। চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল। পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে আছেন সেলিনা হোসেন ও মাতিয়া বানু শুকু। প্রীতিলতা ট্রাস্টও ছবির সঙ্গে যুক্ত আছে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh