• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশে আটক ভারতীয় পরিচালক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ নভেম্বর ২০১৭, ১৬:০৭
ছবি : ডান থেকে বাবা যাদব, রাজেশ কুমার, সঞ্জয় কুমার ও বিপ্লব।

বাংলাদেশ সরকারের নিয়ম না মেনে শুটিং করার অভিযোগে ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদবসহ চারজনকে আমরা শুটিং সেট থেকে আটক করেছি। তারা এখন আমাদের এখানে রয়েছেন। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে চারটায় আরটিভি অনলাইনকে এ কথা বলেন তাহিরপুর থানার ওসি নন্দন কুমার ধর।

তিনি আরো বলেন, বাবা যাদব একটি সিনেমার কাজে এসে অন্য আরেকটি সিনেমায় কাজ করছিলেন। এ সময় তার বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’ ছবির শুটিং সেটে কর্মরত অবস্থায় তাহিরপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হন। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতের কলকাতার নৃত্য পরিচালক বাবা যাদবসহ চারজনকে আটক করে পুলিশ।

অবশ্য ছবিটির পরিচালক আটকের এই বিষয়টি অস্বীকার করেছেন। নির্মাতা রাফি বলেন, আটক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন নবাগত পূজা ও সিয়াম। শুরুতে এই ছবিতে পূজার বিপরীতে রোশানের অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে নায়ক হিসেবে সিয়ামকে চূড়ান্ত করা হয়। ছোটপর্দার অভিনেতা সিয়ামের এটাই প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয়।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh