• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
অনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪

বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম ছবি 'আয়নাবাজি'র ট্রেইলার মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের কণ্ঠে 'ধীরে ধীরে যাও না সময়' প্রকাশ হয়েছে।

এরই মধ্যে গানটি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। এ গানের মধ্যে দিয়েই দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরলেন হাবিব।

এ ব্যাপারে অমিতাভ রেজা চৌধুরী জানালেন, তার ছবিতে হাবিবের গান থাকবে না, তা হতেই পারে না। বিজ্ঞাপনে তারা একসঙ্গে ভালো কাজ উপহার দিয়েছেন। এটিও অনেকের মনে দাগ কাটবে বলে তার বিশ্বাস।

হাবিব ওয়াহিদ বললেন, ' গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গানের কথা লেখা হয়েছে। আশা ও হতাশার গান। সুর, সঙ্গীত ও গায়কীতে তুলে ধরা হয়েছে আবেগ ও আনন্দ-বেদনার আবহ।'

ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা এবং সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া।

নাম ভূমিকায় দেখা যাবে দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তিনিই এক শহরের গল্প শুনাবে, যে শহরে এখনো সকালে দুধওয়ালা আসে, ফেরিওয়ালারা হাকডাক দেয়, বাচ্চারা দল বেধে নাটক শিখে। আর মহল্লার চা-পুরির দোকানে ঠাট্টা-মশকরা ব্যস্ত বেকার-বখাটেরা। গল্পের নায়ক আয়না এখানকার বাসিন্দা। তার সঙ্গে 'হৃদি' নামে নাবিলার প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে নষ্ট শহরের বেড়াজালে আটকা পড়েন তিনি। সাংবাদিক রূপে পার্থ বড়ুয়া হাজির হন।

আরো অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। কনটেন্ট ম্যাটার্স প্রযোজিত ছবি আসছে ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh