• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অলিখিত উপাখ্যান

অনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৬

ব্রিটিশবিরোধী আন্দোলনের অনালোচিত চরিত্র রহিমউল্লাহ। সুন্দরবনের মোরেলগঞ্জে অত্যাচারী বেনিয়াদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। চাষিদের দিয়ে জোর করে জঙ্গল কেটে আবাদ করানোর প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি। অবশেষে প্রতিবাদের কারণেই প্রাণ হারাতে হয় এই বিপ্লবীকে।

কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ডায়েরির পাতায় লেখা হয়েছিল তার বীরত্বাগাথার কথা। সেখানে উল্লেখিত তথ্যের ভিত্তিতে রিজিয়া রহমান লিখেছিলেন অলিখিত উপাখ্যান নামের উপন্যাস। সেটিকে আশ্রয় করে ঢাকার মঞ্চে যুক্ত হচ্ছে নতুন নাটক। নাট্যদল বাতিঘর'র প্রযোজনায় উঠে আসবে ব্রিটিশবিরোধী আন্দোলনের অজানা এক দৃশ্যপট।

অভিনয় করেছেন স্মরণ বিশ্বাস, পান্থ আফজাল, তারানা তাবাচ্ছুম চেরি, মনিরুজ্জামান ফিরোজ, সাফিন আহম্মেদ অশ্রু, সাদ্দাম রহমান, সাবরিনা শারমিন, ফয়সাল।

নাটকের কথকে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। মঞ্চরুপ ও নির্দেশনায় মুক্তনীল।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh