• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তৃতীয় সপ্তাহেও ‘ঢাকা অ্যাটাক’র দাপট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ২১:২৭

মুক্তির তৃতীয় সপ্তাহেও প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে দাপটের সাথে প্রদর্শিত হচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। শুক্রবার তুমুল বৃষ্টির মধ্যেও রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে ছবিটি দেখার জন্য মানুষের ভিড় দেখা গেছে।

শুক্রবার নতুনভাবে ১৫টি হলে ছবিটি মুক্তি পেয়েছে ছবিটি। গত ৬ অক্টোবর ১২৫ হলে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে ছবিটি হল বেড়ে দাঁড়ায় ১২৭টি।

ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র।

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড-এর নিবেদনে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

তৃতীয় সপ্তাহ যেসব হলে চলছে ‘ঢাকা অ্যাটাক’

স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী, রাজমনি (ঢাকা), সেনা (সাভার), রাণিমহল। (ঢাকা), চান্দনা (জয়দেবপুর), ছায়াবানী (নাটোর), ফ্যান্টাসি (উত্তরদিয়াবাড়ি), আলমাস (চট্টগ্রাম), মনিহার (যশোর), উপহার (রাজশাহী), শাপলা (রংপুর), লিবার্টি (খুলনা), সাগরিকা (চালা), সঙ্গীতা (খুলনা), মডার্ন (দিনাজপুর), ছবিঘর (ঝিনাইদহ), মমতাজ (সিরাজগঞ্জ), বীনা (পাবনা), সোনিয়া (বগুড়া), পিক্স (সিরাজদিখাঁন), তাজ (গাইবান্ধা), আলোরুপা (লালমনিরহাট), উত্তরা (পার্বতী পুর), বি. জি. বি. (কক্সবাজার), মণিহার (মাধবনগর), মিলন (মাদারীপুর), কাজলী (মতলব), অভিসার সিনেমা (ঢাকা), বি.জি.বি. সিনেমা (সিলেট), সোহাগ সিনেমা (ঘোড়াশাল), মৌচাক সিনেমা (ভাংগুরা), মল্লিকা সিনেমা (উল্লাপাড়া), অন্বেশা সিনেমা (মোকছেদপুর), ময়ূরী সিনেমা (বাগআচরা), লাভলু সিনেমা (আমতলী), বর্ণালী সিনেমা (নোয়াপাড়া), মনোরমা সিনেমা (কাপাসিয়া), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), রাজলক্ষ্মী সিনেমা (পাতারহাট), আলিম সিনেমা (সেপুপাড়া), রুপসী সিনেমা (ভোলা), রূপকথা (শেরপুর) ও বুলবুল (চিতলমারি)।

এদিকে, গতকাল মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। শুক্রবার থেকে ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

জানা গেছে, দীর্ঘদিন পর ডিপজলের নতুন ছবি মুক্তি পাওয়াতে হল মালিকরা জনপ্রিয় এ অভিনেতার ছবিটি প্রদর্শন করতে আগ্রহী হয়েছে। যার কারণে ‘ঢাকা অ্যাটাক’র হল সংখ্যা কমেছে। তবে তৃতীয় সপ্তাহে প্রায় ৫০ হল পেয়েই খুশি ‘ঢাকা অ্যাটাক’ পরিবার।

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh