• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জমজমাট ঈদের চলচ্চিত্র

অনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০১

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রক্ত, বসগিরি ও শুটার তিন ছবি দর্শকের মাঝে সাড়া ফেলেছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'রক্ত' ৬৩ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে আলোচিত নায়িকা পরী মণি ও নবাগত রোসান জুটি হন। নারী প্রধান অ্যাকশন ছবি দর্শক ভালোভাবেই গ্রহণ করেছেন। আর এই চলচ্চিত্রই অ্যাকশন ছবির নায়িকা হিসেবে পপি, মাহির পর পরীকে নিয়ে নতুন করে ভাবাচ্ছে পরিচালক-প্রযোজকদের।

জনপ্রিয় নায়ক শাকিব খান ও নবাগত নায়িকা বুবলীর 'বসগিরি' ৯৩ প্রেক্ষাগৃহে চলছে। শামিম আহমেদ রনি পরিচালিত ছবির গান ইউটিউবে ব্যাপক আলোচনায় ছিল। সবশেষ খবর অনুয়ায়ি এখন পর্যন্ত দর্শক রেসপন্সের ভিত্তিতে প্রথম অবস্থানে এই চলচ্চিত্র।

রাজু চৌধুরীর 'শুটার' ১৪০ এর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে রেকর্ড তৈরি করেছে। এতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলীসহ তারকা শিল্পীদের ব্যাপক সমাগম দেখা গেছে। শুরুতে নিন্দুকেরা সনাতনভাবে তৈরি হয়েছে এমন মন্তব্য করলেও শাকিব ভক্তরা ঠিকই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন।

সারাদেশ ব্যাপি শুটার'র ভালো সাড়া ফেলেছে। অপরদিকে ঢাকার সিনেপ্লেক্স বসগিরি ও রক্ত'র দখলে। তবে লাভ ক্ষতির হিসাব জানার জন্য আরো সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh