• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৮ বছর পর অস্ট্রেলিয়ায় রন্টি দাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৭, ১৪:২২

দীর্ঘ ৮ বছর পর অস্ট্রেলিয়ায় গান গাইতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী রন্টি দাস। আসছে ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় দেশ ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় এনটিভির আয়োজনে বাংলাদেশি ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। সেখানে ২৮ অক্টোবর সন্ধ্যায় গান গেয়ে প্রবাসী শ্রোতাদের মাতাবেন রন্টি।

এ ব্যাপারে রন্টি দাস বলেন, খুব ভালো লাগছে যে অনেক দিন পর প্রবাসী ভাইদের গান শোনাতে পারবো। সেখানে ৮ বছর আগে একটি শো করেছিলাম; এরপর আর যাওয়া হয়নি। আবারো সুযোগ হয়েছে তাই যাচ্ছি।

আগামী ৩০ অক্টোবর ঢাকা ফিরবেন তিনি। দেশে ফিরে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন।

এ সঙ্গীতশিল্পীর সবশেষ একক অ্যালবাম ২০১৬ সালে প্রকাশিত হয়। অ্যালবামটির নাম ‘দর্পণ’। সেই অ্যালবামে প্রথমবার তার সঙ্গে একত্রে কাজ করেছেন সঙ্গীত পরিচালক হৃদয় খান।

অ্যালবামের তিনটি গানের সুর-সঙ্গীত করেছেন তিনি। অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন গুঞ্জন রহমান, গোলাম মোহাম্মদ আবেদ, আবদার রহমান, কবির বকুল, ইমতিয়াজ ইকবাল প্রমুখ।

গানের সুর-সঙ্গীত করেছেন শওকত আলী ইমন, হৃদয় খান এবং অদিত। ৮টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে সঙ্গীতার ব্যানারে রন্টির প্রথম একক অ্যালবাম ‘আনমনা মন’ প্রকাশিত হয়।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh