• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সংগ্রামী গৃহিনী মাধুরী!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ অক্টোবর ২০১৭, ১৮:০৬

বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত নাম লেখালেন সিনেমা প্রযোজনায়। তিনি মারাঠি অভিনেত্রী হিসেবে পরিচিত পান। আর সেই মারাঠি সিনেমার মাধ্যমেই প্রযোজনায় আসছেন এ অভিনেত্রী।

মাধুরী এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান আরএনএম পিকচার্স প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটি অনলাইনে পড়াশোনা বিষয়ক কিছু কাজ প্রযোজনা করেছিল।

ছবিটিতে একজন সংগ্রামী গৃহিনীর ভূমিকায় দেখা যাবে মাধুরীকে। সেখানে তার বিপরীতে থাকবেন মারাঠি কোনো সুপারস্টার। তবে বলিউডের কোনো অভিনেতাকেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

মাধুরী জানান, মারাঠি ফিল্ম ইন্ড্রাস্ট্রির উন্নতিটা চোখে পড়ার মতো। তাদের ছবির গল্পগুলো ব্যতিক্রম হয়ে থাকে। তাই দীর্ঘদিনের ইচ্ছা ছিল এ ধরনের ছবিতে কাজ করার। অবশেষে একটি গল্প নিজের চরিত্র পছন্দ হওয়ায় কাজ করতে যাচ্ছেন তিনি। দর্শকরা ছবিটি পছন্দ করবেন আশা তার।

আসছে ডিসেম্বরেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন তেজাস প্রভা ও বিজয় ডিওস্কার।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। ১৯৮৮ সালে ‘তেজাব’র মাধ্যমে দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে অভিনেত্রী ও শীর্ষস্থানীয় নৃত্যশিল্পী হিসেবে একচ্ছত্র প্রভাব বিস্তার করেন মাধুরী।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাম মন্দিরের উদ্বোধন, ১০০ সিনেমার শুটিং বাতিল
X
Fresh