• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফাহিম ফয়সালের ‘যাদুর ছায়া’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৭, ১৭:০৬

সঙ্গীতশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের গান ‘যাদুর ছায়া’। সম্প্রতি পপ ঘরানার এ গানটি লিরিক্যাল ভিডিও আকারে জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।

ইফতেখার সুজার কথায় এ গানে সুর ও কণ্ঠ দিয়েছেন ফাহিম ফয়সাল, সঙ্গীতায়োজন করেছেন রাফি।

এ ব্যাপারে ফাহিম ফয়সাল বলেন, প্রযুক্তির উৎকর্ষের এ সময়ে প্রতিদিনই অনলাইনের বিভিন্ন মাধ্যমে প্রকাশ হচ্ছে অসংখ্য গান। পাশাপাশি পাল্লা দিয়ে প্রকাশ হচ্ছে মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিও’র ফলে মানুষ এখন গান শোনার চেয়ে দেখার ক্ষেত্রে বেশি মনযোগী হয়ে উঠেছেন।

তিনি বলেন, গানের ক্ষেত্রে এখন শ্রোতা কম, অধিকাংশই হচ্ছেন দর্শক। যার ফলে এখন গানের স্থায়িত্ব হচ্ছে খুবই কম সময়। আমি মনে করি, অস্থির এই সময়ে একটি গানের স্থায়িত্ব ও গানের শ্রোতা বাড়াতে লিরিক্যাল ভিডিও ভালো একটি মাধ্যম।

ফাহিম বলেন, লিরিক্যাল ভিডিওতে শ্রোতা গানের প্রতি ভালোভাবে মনযোগ দিতে পারে। আশা করি এই মাধ্যমে শ্রোতাদের গান শোনার পাশাপাশি গানের বাণীগুলো ভিডিওতে দেখলে তা সহজেই মনে গেঁথে যাবে। পাশাপাশি গানটি শ্রোতাদের কাছে স্থায়ীত্ব লাভ করবে।

উল্লেখ্য, ফাহিম ফয়সাল এখন ব্যস্ত রয়েছেন তার পরবর্তী একক অ্যালবাম, একক গান ও অন্য শিল্পীর গানে সুর ও সঙ্গীতায়োজনের কাজে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংগীতশিল্পী ফাহিম ফয়সালের পিতার ইন্তেকালে শোক
X
Fresh