• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা অ্যাটাক : দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৭, ১৫:০৫

মুক্তির প্রথম সপ্তাহে সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের। ছবিটির নির্মাতা দীপংকর দীপন আরটিভি অনলাইনকে বলেন, আজ শুক্রবার নতুন আরো ১৫টি হলে মুক্তি পাবে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে ১২৭টি সিনেমা হলে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’।

গত ৬ অক্টোবর সারাদেশের ১২২টি হলে মুক্তি পায় ছবিটি। প্রথম সপ্তাহে বেশ সাড়া জাগিয়েছে ঢাকা অ্যাটাক। দর্শকের আগ্রহের কারণে নতুন আরো ১৫টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। আবার কয়েকটি হল থেকে এই সপ্তাহে ছবিটি নেমে যাচ্ছে। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে ছবিটি দেখা যাবে ১২৭টি হলে।

প্রথম সপ্তাহে আয় ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজ রাতে ছবিটির অফিশিয়াল ফেসবুক পেজে লাইভে থাকবেন পরিবেশক, পরিচালক ও সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে দীপংকর দীপন বলেন, এই সপ্তাহে কতো আয় করলো তার হিসেব রাতে জানাতে পারবো। ভালোবাসার দামে দর্শক এই ছবিটি কিনে নিয়েছে। তাই দর্শককে বিস্তারিত জানানো দায়িত্ব বলে মনে করছি। রাতে লাইভে বিস্তারিত জানাবো।

দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার।

যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড। বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে।

অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মোহাম্মদ আলী হায়দার, নিকোল মন্ডল।

বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর ও শিপন মিত্র।

ঢাকার মধ্যে যেসব হলে চলছে
স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার বলাকা, মধুমিতা, শ্যামলী, রাজমনি, চিত্রামহল, বিজিবি, আনন্দ, সনি, পুরবী, সেনা অডিটেরিয়াম, গীত, পুনম, রাণিমহল, নিউ মেট্রো, চম্পাকলি, সেনা সাভার।

ঢাকার বাইরে যেসব হলে চলছে
ছায়াবানী (নাটোর), পূর্বাশা (মাগুরা), আলমাস (চট্টগ্রাম), মনিহার(যশোর), উপহার (রাজশাহী), মনোয়ার (জামালপুর), নন্দিতা (সিলেট), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), লিবার্টি (খুলনা), তিতাস (পটুয়াখালী), সাগরিকা (চালা), মধুবন (বগুড়া), মাধবী (মধুপুর), মালঞ্চ (টাঙ্গাইল), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), ফাল্গুনী (নগরপুর), সঙ্গীতা (খুলনা), মোহনা (কোনাবাড়ী), মহন (হবিগঞ্জ), মধুমতি (ভৈরব), রাজ (কুলিয়ার চর), মানষী (কিশোরগঞ্জ), কাকলী (শেরপুর), তামান্না (সৈয়দপুর), হ্যাপী (লক্ষীপুর), গ্যারিসন (কুমিল্লা ক্যান্ট), রুপালী (কুমিল্লা), পালকী (চান্দিনা), ডায়মন্ড (বোয়ালমারী), ঝংকার (পাঁচদোনা), চলন্তিকা (গোপালদী), পান্না (মুক্তারপুর), রুনা (চালাকচর), প্রতিভা (রাজৈর), বনলতা (ফরিদপুর), আলিম (মাঠবাড়ীয়া), সাগর (কালিয়াকৈর), মডার্ন (দিনাজপুর), অবকাশ (ফুলবাড়ী), রুমা (মুক্তাগাছা), লিলি (কুলাউড়া), ভাই ভাই (সখিপুর), রাজমনি (বোরহান উদ্দিন), বৈশাখী (বাউফল), বনানী (কুষ্টিয়া), চিত্রবানী (গোপালগঞ্জ), সঙ্গীতা (সাতক্ষীরা), সাথী (পলাশবাড়ী), পৃথিবী (জয়পুরহাট), গৌরী (শাহজাদপুর), অন্তরা (মেলন্দ বাজার), ছবিঘর (ঝিনাইদহ), চান্দনা (জয়দেবপুর), ছন্দা (পটিয়া), মৌসুমী (পাকুনদিয়া), মমতাজ (সিরাজগঞ্জ), বীনা (পাবনা), সোনিয়া (বগুড়া), সানলাইট (কাঞ্চন), শাপলা (শ্রীপুর), তাজ (গাইবান্ধা), হিরক (গোবিন্দগঞ্জ), ঝর্ণা (দাউদকান্দী), ফিরোজ মহল (পাগলা), শিকতা (ধুনট), মৌসুমী (সিরাজগঞ্জ), পিক্স (সিরাজদিখাঁন), সাধনা (রাজবাড়ী), দিনান্ত (কেশরহাঠ),ছন্দা (কালিগঞ্জ), রাজু (ঈশ্বরদী),উল্লাস (বীরগঞ্জ), লাইট হাউস (পারুলিয়া), আলমডাঙ্গা টোকিজ (আলমডাঙ্গা), রংধনু (নজিপুর), মমতাজ মহল (নীলফামারী), অনামিকা (পিরোজপুর), জনতা (জ্বলঢাকা), সোনালী (ঘোরাঘাট), আয়না (আক্কেলপুর), সনি (ইসলামপুর), নবীন (মানিকগঞ্জ), মিলন (মাদারীপুর), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), নসিব (সাপাহার), দুলাল (ফেনী), ঝংকার (বকশীগঞ্জ), শ্যামলী (চৌধুরানী), প্রিয়া (গৌরীপুর), বাবু টোকিজ (কিশোরগঞ্জ), মধুমতি (ভৈরব), আলোরুপা (লালমনিরহাট), উত্তরা (পার্বতীপুর), শিল্পী মিলন (মধ্যনগর), শান্তনা (হাজির হাট), বি.জি.বি. (কক্সবাজার),মণিহার (মাধবনগর), বুলবুল (চিতলমারী), মিলন (মাদারীপুর), গ্যারিশন (দয়ারামপুর), পৃতি (আগলা বাগা), আলতা (সরিষাবাড়ি), অবসর (বিরামপুর), পরশী (লাকসাম), আলোর ছায়া (শরিয়তপুর), কাজলী (মতলব)।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh