• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠাচ্ছেন সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৭, ১১:৪৪

বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়া হচ্ছে। সাইফ জানান, তৈমুরের ভালোর কথা ভেবেই তিনি আর কারিনা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ফিল্ম কম্পেনিয়ন’কে দেয়া সাক্ষাৎকারে সাইফ বলেন, তৈমুর যেভাবে গণমাধ্যমের নজর দখল করে বসে আছে, তাতে ভবিষ্যতে ওর ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই কারিনার সঙ্গে কথা বলে আমরা তৈমুরকে ইংল্যান্ডের কোনো ভালো বোর্ডিং স্কুলে পাঠানোর কথা ভাবছি।

আগামী ডিসেম্বরে এক বছর পূর্ণ করবে তৈমুর। জন্মসূত্রেই তারকাখ্যাতি পাওয়া তৈমুরকে সাধারণভাবেই বড় করতে চান সাইফ-কারিনা দম্পতি।

সাইফ আলী খান বলেন, তৈমুরকে ঘিরে বলিউডের যে আগ্রহ, এতে তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা চাই না নিজেকে অসাধারণ ভাবতে ভাবতে বড় হোক তৈমুর। সে যেন নিজেকে সাধারণ ভাবতে পারে তার জন্য বিদেশে পাঠানোর কথা ভাবছি।

এর আগে শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান, সুহানাও বিদেশের বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছে। সাইফের মেয়ে সারাও বিলেত থেকে পড়ে এসেছেন। অমিতাভ বচ্চনের নাতনিও আছেন এই তালিকায়। কিন্তু তৈমুরের মতো এত অল্প বয়সে কোনো তারকা সন্তানকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়নি।

তবে এতো অল্প বয়সে ছেলেকে বিদেশে পাঠানো নিয়ে সাইফ-কারিনার সমালোচনাও করছেন অনেকে। কেউ কেউ কারিনার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কারিনা মায়ের দায়িত্ব পালন করছেন না বলেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন। এমন সমালোচনা করছেন কেউ কেউ।

পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’
X
Fresh