• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় হয়েও মিস ওয়ার্ল্ডে যাচ্ছেন জেসিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ অক্টোবর ২০১৭, ১৯:১৪

তথ্য গোপন করে প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিযোগে জান্নাতুল নাঈম এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল করা হয়েছে। নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন জেসিয়া ইসলাম।

চীনে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

একাধিক সূত্র থেকে আরটিভি অনলাইন আগেই নিশ্চিত হয়েছিল নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হতে যাচ্ছেন প্রথম রানারআপ জেসিয়া। তিনি চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এ নিয়ে মঙ্গলবার রাতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হচ্ছেন জেসিয়া ইসলাম’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আরটিভি অনলাইন।

বুধবার বিকেলে সে খবরের আনুষ্ঠানিক ঘোষণা দিলো আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার মূল আসরে বিচারকদের দেয়া রায়ে জান্নাতুল নাঈম এভ্রিল পেয়েছেন ৫১, জেসিয়া ইসলাম পেয়েছেন ৪৮, জান্নাতুল সুমাইয়া হিমি পেয়েছেন ৪৭।

কিন্তু তথ্য গোপন করে প্রতিযোগিতায় অংশ নেয়ায় এভ্রিলের মুকুট বাতিল করা হয়েছে।

অন্তর শোবিজ থেকে জানানো হয়, বিয়ের পর ডিভোর্স হয়ে গেলে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো সমস্যা থাকে না।

এক্ষেত্রে আয়োজকদের তথ্য জানাতে হয়। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আয়োজকদের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে যে প্রতিযোগী তথ্য গোপন করে প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাকে মূল আসরে যেন না পাঠানো হয়।

তবে ডিভোর্সের পর যেহেতু এভ্রিল এখন সিঙ্গেল জীবনে রয়েছেন; তার প্রতিযোগিতায় অংশ নিতে কোনো সমস্যা ছিল না। এভ্রিলের বিয়ে এবং ডিভোর্সের তথ্য জানিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।

এভ্রিলের মুকুট হারানোর পর চীনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেসিয়া ইসলামকে চূড়ান্ত করেন বিচারকমণ্ডলী।

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিস ওয়ার্ল্ড ২০২৪ জিতলেন চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা 
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে লড়বেন যে ১০ প্রতিযোগী
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পর্দা উঠছে আজ
X
Fresh