• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেরা সুন্দরী হয়ে কে যাচ্ছেন চীনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৩

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ’প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই আয়োজনে অতিথি বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিত্বরা।

তাদের মধ্যে রয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা, মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অভিনেত্রী শম্পা রেজাসহ অনেকে।

চূড়ান্ত পর্বের সেরা ১০জন থেকেই চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন একজন। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে চূড়ান্ত করা হবে সেরা সুন্দরী হয়ে কে যাচ্ছেন চীনে?

প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী হচ্ছেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম।

আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, প্রথমবারেই অভূতপূর্ব সাড়া মিলেছে। এ আয়োজনের মধ্য দিয়ে কেবল দেশেই না বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরা হবে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব প্রচার হচ্ছে রাত ১১টা ৩০মিনিটে এনটিভিতে। ফাইনাল আয়োজনে নানা ধরনের চমক থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকাদেরও অংশ নিতে দেখা যাবে।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh