• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যার যতটুকু সাধ্য আছে সাহায্য করুন : সালমা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০১

মেক্সিকোতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক। তিনি বলেন, ‘যার যতটুকু সাধ্য আছে সাহায্য করুন। সহায়সম্বল হারানো মানুষগুলোকে অর্থদান ও সহানুভূতির জন্য আপনাদের উদার মানসিকতার কাছে মিনতি করছি।’

সালমা হায়েক নিজেও এরই মাঝে ১ লাখ ডলার দিয়েছেন। ক্রাউডরাইজ কর্মসূচির মাধ্যমে ইউনিসেফকে ১ লাখ ডলার দিয়েছেন তিনি। সালমা বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসংখ্য শিশু ও পরিবারের এখন সাহায্য প্রয়োজন। তাদের জন্য আমি ১ লাখ ডলার দিয়েছি। আমার মতো আপনারাও এগিয়ে আসুন।’

চলতি মাসে মেক্সিকোতে দুটি ভূমিকম্প হয়েছে। মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে ৭.১ মাত্রার এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। ৫১ কিলোমিটার পর্যন্ত ধসে গেছে বেশকিছু ভবন।

১৯৮৫ সালের পর মেক্সিকোতে এত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আর ঘটেনি। কাকতালীয় হলো, ১৯৮৫ সালের ভূমিকম্পের ৩২ বছর পর একই তারিখে (১৯ সেপ্টেম্বর) আবারো দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।

আশির দশকের সেই ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি মনে করে সালমা বলেন, ‘মেক্সিকো সিটিতে ওই ভূমিকম্পে বাসায় আটকে পড়েছিলাম। পরে আমাকে উদ্ধার করা হয়। আমার চাচাসহ অনেক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছিল। এমন বিপর্যয়ে পড়ার দুঃসহ ও বেদনাদায়ক অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছি। এ ঘটনা ছিল ভয়ঙ্কর।’

সালমা হায়েক সবশেষ ‘দ্য হিটম্যান’, ‘বডিগার্ড’ ও ‘বিট্রিস অ্যাট ডিনার’ ছবিতে অভিনয় করেছেন।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh