• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা নির্যাতন নিয়ে অ্যাঞ্জেলিনা জোলির উদ্বেগ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি বেশ কিছু দিন ধরেই জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই তারকা।

মিয়ানমার সরকারকে রোহিঙ্গা হত্যা বন্ধ করে শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান জোলি।

মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা ও তাদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য দেশটির ক্ষমতাসীন দলের প্রধান ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চিকে আহ্বান জানিয়েছেন হলিউডের এই জনপ্রিয় তারকা।

মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পাশাপাশি শরণার্থীদের জন্য রাখাইন রাজ্যে ফিরে আসার সুযোগ তৈরি করতে হবে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।’

জার্মান সাপ্তাহিক ওয়ার্ল্ড অন সানডের সঙ্গে এক সাক্ষাৎকারে গতকাল রোববার জোলি এই উদ্বেগ প্রকাশ করেন।

অং সান সু চির প্রতি অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা চাই, অং সান সু চি মানবাধিকারের পক্ষে কথা বলবেন। মানবাধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।’

গত তিন সপ্তাহে চার লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তথ্য প্রকাশ করেছে। এবার হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা হত্যার নিন্দা জানালেন।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ছাদের তলায় পিট-র‌্যামন
অবশেষে চূড়ান্ত বিচ্ছেদের পথে ব্র্যাড পিট-জোলি
X
Fresh