• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্মরণে ফিরোজা বেগম

আরটিভি অনলাইন বিনোদন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৪

আজ শুক্রবার ৯ সেপ্টেম্বর নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী ফিরোজা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

এদিন সকাল ৮টায় তার ভাতিজি নজরুল সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস কলকাতার টিভি চ্যানেল সঙ্গীত বাংলায় গান করেছেন। 'ওগো জন্মভূমি' ও 'স্মৃতিরা পোহায় রোদ্দুর' দু'টো মৌলিক অনলাইনে প্রকাশ করেন তিনি। ফিরোজা বেগমক উৎসর্গ করে।

১৯৩০ সালের ২৮ জুলাই ফিরোজা বেগমের জন্ম। তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময়ে অল ইন্ডিয়া রেডিওতে গান করে সঙ্গীতবোদ্ধাদের নজর কেড়েছিলেন। 'মোমের পুতুল' ও 'দূর দ্বীপবাসিনী'র মাধ্যমে সাফল্য পান। সারাবিশ্বে বিভিন্ন দেশে ৩৮০টির বেশি একক সঙ্গীত অনুষ্ঠান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক ও একুশে পদক অর্জন করেন।

১৯৫৬ সালে কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয়। তাহসীন, হামিন ও শাফিন তার তিন ছেলে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh