• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদে ছোট পর্দায় ‘আয়নাবাজি’ সিনেমা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৭, ১৮:০৩

জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। গেলো বছর সবচে’ ব্যবসা সফল এই ছবিটি ঈদ-উল-আযহা উপলক্ষে দেখানো হবে। ঈদের আগের দিন রাত ৮টা ৪০মিনিটে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে ছবিটি।

ছবির গল্পে দেখা যাবে, শরাফত করিম আয়না (চঞ্চল চৌধুরী) সাধারণ শিক্ষক আর পার্টটাইম জাহাজের কুকের ছদ্মবেশে লুকিয়ে থাকা এক অপরাধী! তবে অপরাধ জগতে তার বিচরণ হল অন্য দাগী অপরাধীদের হয়ে জেল খাটা আসামি।

অন্যের হাঁটাচলা থেকে অঙ্গভঙ্গি সুনিপুণভাবে অনুকরণ করতে পারা মানে তার অভিনয়গুণই এক্ষেত্রে বড় যোগ্যতা। এ চলচ্চিত্রে চঞ্চল ছয়টি চরিত্রে অভিনয় করেছেন। ছয়টি চরিত্রের প্রতিটি আলাদা। সাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও এক হতাশাগ্রস্ত ক্রাইম রিপোর্টার (সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া) সত্য উদ্ঘাটনের জন্য আয়নার পিছু নেয়, অন্যদিকে পাড়ায় নতুন আসা মেয়েটির (নাবিলা) প্রেমে পড়েন আয়না।

ক্ষমতা আর টাকার জোরে বড় বড় অন্যায় আর অপরাধীদের এভাবে পার পেয়ে যাবার খেলায় আয়না তার আয়নাবাজি কতদিন চালাতে পারবেন?

ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, পার্থ বড়ুয়া, আরেফিন শুভসহ অনেকে।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি। ‘কনটেন্ট ম্যাটার্স’ ও ‘হাফ স্টপ ডাউন’ প্রযোজিত ‘আয়নাবাজি’র টেলিভিশন সত্ত্ব আরটিভির।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওটিটিতে আসছে ‘আয়নাবাজি’
X
Fresh