• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাখন মিয়ার উদার বউটা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৭, ১৭:০৩

মাখন মিয়া জাহিদ হাসান বিয়ে করেছেন। দাম্পত্য জীবনের বেশ সময় গেলেও তাদের ঘরে সন্তান না আসায় বেশ চিন্তিত হয়ে পড়েন। এজন্য ডাক্তার, কবিরাজ কোনো কিছু বাদ রাখেননি তিনি।

এসব দেখে মাখনের বউ তিশা বেশ বিরক্ত হয়্ কিন্তু কিছু করার উপায় নাই। কারণ তার জামাইয়ের বিশ্বাসে তো কিছু বলার নাই। সন্তানের জন্য মাখন মিয়া পাগল হয়ে যায়। এ জন্য যে যা বলে মাখন মিয়া তাই করতে থাকে।

একদিন তিশার বাবা তিশা কে ৭ বছরের এক এতিম মেয়ে তার বাড়িতে দিয়ে যায়। টুকটুাক কাজের জন্য। মাখন মিয়া বিষয়টা খুব ভালোভাবে নেয় না। একদিন এক প্রতিবেশী মাখন মিয়াকে বলে- ঘরে এ রকম কারো বাচ্চা থাকলে তো মাতৃত্বের স্বাদ গ্রহন হয়ে যায়। এ মেয়েকে রাখলে সন্তান হবে না।

শুরু হয় মেয়েটার সঙ্গে মাখন মিয়ার কথায় কথায় খারাপ ব্যবহার করা। ততদিনে এতিম এ মেয়েটির সঙ্গে তিশার মায়ের একটা সম্পর্ক গড়ে উঠছে। একদিন মেয়েটাকে পাওয়া যায় না। ঘটনার মোড় নেয় অন্য দিকে।

ঈদের একক নাটক ‘মাখন মিয়ার উদার বউটা’র গল্প এমন। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা প্রমূখ। ঈদের দ্বিতীয় দিন রাত ৮ টা ৩০ মিনিটে নাটকটি দেখানো হবে আরটিভিতে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh