• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেয়ের প্রযোজনায় ব্রুস লি'র ওয়ারিয়র

আরটিভি অনলাইন বিনোদন ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৩

মার্শাল আর্ট সুপারস্টার ব্রুস লি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য রচয়িতা, শিক্ষক ও দার্শনিক।তিনি 'জিৎ কুনে দো' নামে ধরনের মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা। মাত্র ৩২ বছর বয়সে মারা যান। ব্রুস লির হাতে লেখা কিছু নোট খুঁজে পেয়েছিলেন মেয়ে শ্যানন লি। 'ওয়ারিয়র' নামে সেই লেখার উপর ভিত্তি করেই এবার টেলিভিশন সিরিজ তৈরি করবেন তিনি।

'ব্রুস লি এনটারটেনমেন্ট'র ব্যানারে সিরিজ প্রযোজনার দায়িত্ব নিয়েছেন তার কন্যা। এটি পরিচালনা করবেন জাস্টিন লিন এবং জোনাথন ট্রপার। তবে এখনো কাস্টিং চুড়ান্ত হয়নি। ব্রুসের জন্মস্থান সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে এর শুটিং হবে।

সর্বকালের অন্যতম প্রভাবশালি এ মার্শাল আর্ট শিল্পীর জন্ম ২৭ নভেম্বর, ১৯৪০। পুরো নাম ব্রুস ইয়ুন ফান লি। জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে হলেও তার গায়ে বইছিলো চীনা রক্ত। শৈশব থেকে শুরু করে জীবনের বেশিরভাগ সময় কেটেছে হংকংয়ে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh