• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অপূর্ব যখন গায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৭, ১৬:০১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ অভিনেতা গানও গাইতে জানেন দারুণ। আসছে ঈদ-উল-আজহায় তার অভিনীত ‘ইচ্ছে তাই’ নামে টেলিছবি দেখানো হবে। এতে অপূর্বের কণ্ঠে নতুন একটি গানও শুনতে পাবেন দর্শক-শ্রোতারা।

‘তবু ডানা মেলে উড়তে শেখার নেই মানা’ শিরোনামে গানটি লিখেছেন আনোয়ার হোসেন আদর। সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।

অপূর্ব বলেন, আগেও বেশ ক’টি নাটকে গান গেয়েছি আমি। এবারও গাইলাম। তবে এ গানটির মধ্যে বিশেষ কিছু রয়েছে। যা দীর্ঘদিন শ্রোতাদের কানে লেগে থাকবে বলে আমার বিশ্বাস।

টেলিছবির গল্পে অর্পূবকে একজন সঙ্গীত শিল্পীর ভূমিকায় দেখা যাবে। জনপ্রিয়তার শিখরে গিয়েও সুখের সন্ধান খুঁজে ফেরেন তিনি। এদিকে জিশান ও নিলয়ের একমাত্র স্বপ্ন থাকে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়ে তার বাবা-মার মুখ উজ্জ্বল করা। তাদের দু’জনের জীবনের উত্থানপতন এবং সঙ্গীত জগতের ভালোবাসা ও সংঘর্ষের গল্প এখানে তুলে ধরা হয়েছে।

অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন জেনি। গল্পটি লিখেছেন জাফরীন সাদিয়া। পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

অপূর্ব-জেনি ছাড়া আরো অভিনয় করেছেন জিশান নিলয়, লুৎফর রহমান জর্জ, অন্তরা আজিম, কুমকুম আহসান।

আসছে ঈদে যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ইচ্ছে তাই’ টেলিছবিতে দেখানো হবে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh