• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি হামলার শঙ্কায় শুটিং বন্ধ, ফিরছেন শাকিব

এ এইচ মুরাদ

  ১৬ আগস্ট ২০১৭, ১৮:২৮

জঙ্গি হামলার আশঙ্কায় কক্সবাজারে শুটিং বন্ধ হয়ে গেলো শাকিব খান অভিনীত ‘আমি নেতা হবো’ ছবির। সোমবার এ ছবির শুটিংয়ের জন্য কক্সবাজার পৌঁছান শাকিব। কথা ছিল ১৫ আগস্ট (মঙ্গলবার) থেকে সেখানে ছবিটির কাজ শুরু করবেন তিনি। কিন্তু সেখানে শুটিংয়ের অনুমতি দেয়নি কক্সবাজার পুলিশ।

উত্তম আকাশ পরিচালিত ছবিটির শুটিং হবার কথা ছিল কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে। অনুমতি না মেলায় ১৫ আগস্ট ছবিটির কাজ বন্ধ থাকে। শেষ পর্যন্ত অনুমতি না পাওয়াতে বুধবার ঢাকায় ফিরছে এ ছবির ইউনিট।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা উত্তম আকাশ।

পরিচালক বলেন, আমরা পুলিশের সিদ্ধান্ত মেনে নিয়েই ঢাকায় ফিরছি। সবার নিরাপত্তার একটা বিষয় রয়েছে। এখানে সাইমন-পরী মণিরও একটি ছবির শুটিং হবার কথা ছিল। কিন্তু জঙ্গি হামলার শঙ্কায় তারাও কক্সবাজারে শুটিং না করে সিলেটে গেছে।

এর আগে শাকিব খান বলছিলেন, কক্সবাজারে আমরা টানা কাজ করতে চেয়েছিলাম। কিন্ত পুলিশ আমাদের জানিয়েছে, এখানে জঙ্গি হামলা হতে পারে। একটা শুটিংয়ে অনেক লোকজন থাকে। তাই সবার নিরাপত্তার কথা ভেবেই কাজটি বন্ধ রাখতে হয়। সবার আগে দেশের নিরাপত্তা, তারপর সিনেমা।

‘আমি নেতা হবো’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন বিদ্যা সিনহা মিম। ছবিতে আরো অভিনয় করেছেন মৌসুমী ও ওমর সানী।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ শাকিবের পরিবারের
ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে ‘রাজকুমার’
জয় এখন নামাজ পড়া শুরু করেছে : অপু বিশ্বাস
‘আমি বাবা-ছেলের বিষয়গুলো সবাইকে দেখাতে পছন্দ করি না’
X
Fresh