• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘গডফাদার টু’ বানাবেন শাহীন সুমন

এ এইচ মুরাদ

  ১৪ আগস্ট ২০১৭, ১৪:৫৩

ড্যাশিং ডিরেক্টর শাহীন সুমন। ঢালিউডের এ সফল পরিচালকের প্রথম ছবি ‘গডফাদার’ ২০০৩ সালে মুক্তি পায়। পপ সম্রাট আজম খানকে ওই ছবিতে অভিনয় করিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। মৌলিক গল্পের ছবিটি ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল।

এরপর ১৫ বছরের ক্যারিয়ারে মিয়া বিবি রাজি (২০১৬), লাভ ম্যারেজ (২০১৫), সেদিন বৃষ্টি ছিল (২০১৪), জিরো থেকে টপ হিরো (২০১৪), অন্যরকম ভালোবাসা (২০১৩), জটিল প্রেম (২০১৩), ভালোবাসার রঙ (২০১২), মন যেখানে হৃদয় সেখানে (২০০৯), বিয়ে বাড়ী (২০০৯), জন্ম তোমার জন্য (২০০৯), রাস্তার ছেলে (২০০৯), তুমি আমার প্রেম (২০০৮), সন্তান আমার অহংকার (২০০৮), সমাধি (২০০৮)সহ বহু ব্যবসা সফল উপহার দিয়েছেন শাহীন সুমন।

দীর্ঘ ১৫ বছর পর নিজের প্রথম ছবি ‘গডফাদার’র ‘সিকুয়েল গড ফাদার টু’ বানাতে যাচ্ছেন তিনি।

এ ব্যাপারে শাহীন সুমন আরটিভি অনলাইনকে বললেন, এখনকার সময়ে পরিচালকরা প্রযোজক খুঁজে পান না। খুবই ভালো লাগছে যে আমার প্রথম ছবির প্রযোজক মেহেদী হাসান কাকন ভাই নিজে থেকেই ‘গডফাদার টু’ ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ‘গডফাদার’ ছবিতে পপ সম্রাট খ্যাত আজম খান ও রুবেল ভাই অভিনয় করেছিলেন। কাকন ভাই সেই ছবিতে পাগলা মুন্না নামে একটি চরিত্র করেছিলেন যা খুব প্রশংসিত হয়। ছবির সিকুয়েলেও কাকন ভাইকে দিয়ে সেই পাগলা মুন্না চরিত্রে অভিনয় করার জন্য রাজি করিয়েছি। অন্যান্য শিল্পীদের কথা ঈদের আগেই মহরতের মাধ্যমে সবাইকে জানাবো। আশা করছি সিনেমার মতোই সিনেমা উপহার দিতে পারবো।

ঢাকার অপরাধ জগতকে ঘিরে আবর্তিত হয়েছিল গডফাদার’র গল্প। অপরাধ জগতে ক্ষমতার বাজার-বদল, সাম্রাজ-সিংহাসন-দখল নিয়েই এ ছবির কাহিনি। অন্ধকার জগতের সাম্রাজ্য পতন-উত্থানের ভেতর দিয়ে এগিয়ে চলে গড ফাদার ছবির কাহিনি। কে হবে পরবর্তী গডফাদার? প্রশ্নটা রয়েই গিয়েছিল। এবার ‘গড ফাদার টু’ ছবিতে হয়তো পরিচালক শাহীন সুমন দর্শকদের কৌতূহল মেটাবেন।

এ পরিচালক এখন ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’ নামে দুটো ছবির কাজ করছেন। ঈদের পর পরই শুরু করবেন ‘গডফাদার টু’র শুটিং।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh