• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পল্লীকবির ‘কবর’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৭, ১৭:০৬

এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। পল্লীকবি জসীম উদ্দিনের বিখ্যাত কবিতা 'কবর'র অংশ বিশেষ। আবেগঘন এ কবিতাটি এবার পূণ্য ফিল্মসের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হলো।

পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা রাশিদ পলাশ। অভিনয় করেছেন তারিক আনাম খান, চম্পা, কাজী নওশাবা আহমেদ, খল অভিনেতা শিমুল খান, সাদিয়া রায়হান, মাহি বি, মৃনাল, সুমি।

গেলো ৭-৯ আগস্ট মানিকগঞ্জ এবং পুবাইলের বিভিন্ন স্থানে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার পর চলচ্চিত্রটি নিয়ে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হবে। পরবর্তীতে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বলেও জানিয়েছেন রাশিদ পলাশ।

এ ব্যাপারে রাশিদ পলাশ বলেন, প্রতিটি নির্মাতার নিজস্ব স্বপ্ন ও পছন্দের কাজ রয়েছে। আমার এতদিন করা কাজগুলোর মধ্যে অন্যতম ‘কবর’। কাজটি হৃদয় দিয়ে করেছি। দর্শকদের এটি ভালো লাগবে আশা করছি।

স্বল্পদৈর্ঘ্যটিতে দাদু চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, নাতি চরিত্রে মাহি বি, দাদি চরিত্রে নওশাবা, ছেলের চরিত্রে শিমুল খান, ছেলের বউয়ের চরিত্রে চিত্রনায়িকা চম্পা, আর বুজি চরিত্রে সাদিয়া রায়হান।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh