• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

১ লাখ সাবস্ক্রাইবার পেরুলো 'আরটিভি ড্রামা'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুলাই ২০১৭, ২৩:৫৫

ইউটিউব চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করলো 'আরটিভি ড্রামা' চ্যানেলটি। এ বছরের ৪ এপ্রিল চ্যানেলটির যাত্রা শুরু হয়। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির এই ইউটিউব চ্যানেলটি অল্প সময়ের মধ্যে ব্যাপক পরিচিত লাভ করেছে। এরই মধ্যে ইউটিউব কর্তৃপক্ষ দ্বারা চ্যানেলটি ভেরিফাইড হয়েছে।

চ্যানেলে নিয়মিতভাবে আরটিভিতে প্রচারিত নাটক প্রকাশ হচ্ছে। এর মধ্যে ধারাবাহিক নাটক নোয়াশাল, অলসপুর, গুলবাহার ও প্রেসিডেন্ট সেরাজুদ্দৌলাসহ অন্যান্য নাটক নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে দর্শকদের জন্য।

সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় চ্যানেলটির পেছনে সার্বক্ষণিক কাজ করছে একঝাঁক তরুণ। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির বাবলু ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

চ্যানেলের সোশ্যাল মিডিয়া টিম এখন ব্যস্ত কনটেন্ট কপিরাইট নিয়ে। তারা আরটিভিতে প্রচারিত নাটক যারা অবৈধভাবে অনলাইনে আপলোড করছে সেদিকে লক্ষ্য দিচ্ছেন।

আরটিভি ড্রামা ছাড়াও ইউটিউবে আরটিভি মুভিজ, আরটিভি টেলিফিল্ম, আরটিভি ইসলামিক শো, আরটিভি টক শো, আরটিভি মিউজিক চ্যানেলগুলো।

আরটিভি ড্রামার ইউটিউব লিংক নিচে দেয়া হলো

https://www.youtube.com/rtvdrama

এইচএম/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh