• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঈদে তিন সিনেমার মুক্তি চূড়ান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৭, ১৫:২০

গেলো কয়েক বছর ধরে ঈদের ছবি নিয়ে বাড়তি উন্মাদনা বিরাজ করছে চলচ্চিত্র অঙ্গনের মানুষের মাঝে। বছর জুড়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো খুব একটা ব্যবসা না করলেও ঈদের ছবি বরাবরই দর্শকদের লুফে নিতে দেখা গেছে।

মাস খানেক ধরেই রংবাজ, নবাব, বস টু, অন্তর জ্বালা, ভালো থেকে, অহংকার, রাজনীতি ছবিগুলো ঈদে মুক্তি পাবে এমন আওয়াজ ছিল। কিন্তু চূড়ান্তভাবে তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে এবারের ঈদে। ছবি তিনটি হলো নবাব, বস টু ও রাজনীতি।

ঈদকে সামনে রেখে সিনেমা হিসেবে সবার আগে নাম ঘোষণা দিয়েছিল ‘নবাব’। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব ও ভারতের শুভশ্রী। এতে শাকিব খান ও ভারতের শুভশ্রী প্রথমবারের মতো জুটি হয়েছেন। ছবিটির ফার্স্ট লুক প্রকাশের পরই শাকিব খানের ভূয়সী প্রশংসা করেন টালিউডের সুপারস্টার দেব। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

অন্যদিকে কলকাতায় মুক্তি পাওয়া বস’র সিক্যুয়াল ‘বস টু’ ঢাকাতেও মুক্তি পাবে। বাবা যাদবের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী। প্রযোজনা করছে জাজ ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।

তবে শাকিব-অপু বিশ্বাস জুটির ‘রাজনীতি’ সিনেমাটি ঈদে নতুন মাত্রাযোগ করবে বলে সবার ধারণা। ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাবার পরই ঈদে মুক্তি পাচ্ছে বলে জানান নির্মাতা বুলবুল বিশ্বাস। ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী অপু।

এছাড়াও শাকিব ও বুবলী অভিনীত ‘রংবাজ’ সিনেমাটি নিয়ে অনেক আগে থেকেই চলছিল তালবাহানা। পরিচালক পরিবর্তন করে পুনরায় করা হয় ছবির শুটিং। তবে প্রযোজনা সংস্থা ঈদে মুক্তি দেয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত টেকনিক্যাল কারণ দেখিয়ে ছবিটি মুক্তি দিচ্ছেন না তারা।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh