• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

'বস টু' ও 'নবাব' সিনেমা মুক্তির দাবিতে মানববন্ধন

এ এইচ মুরাদ

  ২১ জুন ২০১৭, ১৬:২৪

ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত বিগ বাজেটের 'নবাব' ও 'বস টু' সিনেমায় অনিয়মের অভিযোগ এনে চলচ্চিত্রের ১৬টি সংগঠন আন্দোলনে নেমেছে। এদিকে ওই দু'টো ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি দুটো ছবি যৌথ প্রযোজনার সব নিয়ম মেনেই নির্মিত হয়েছে।

ছবি দুটি মুক্তির দাবিতে বুধবার বেলা ১২টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দেয় বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ মানববন্ধনে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী, পরিবেশক, প্রদর্শক, বুকিং এজেন্ট নেতাকর্মীরাও।

এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ারর কর্ণধার আবদুল আজিজ বলেন, ৪ লাখ মানুষ চলচ্চিত্রের সঙ্গে জড়িত। তাদের ভালো রাখতে হলে ঈদে 'নবাব' ও 'বস টু' ছবির মুক্তি দিতেই হবে। আমরা ছবি দু'টো মুক্তি নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে নেমেছি।

মানববন্ধনে দাবি তোলা হয়— দর্শকের পছন্দ, স্বাধীনতা ও চাহিদা পূরণে বাধা দেয়া চলবে না। সিনেমা হল বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে।

আরো বক্তব্য দেন পরিচালক গাজী মাহবুব, প্রযোজক মোহাম্মদ ইকবাল ও চিত্রনায়ক রোশানসহ অনেকে।

এদিন দুপুর ১টার দিকে সেন্সর বোর্ড ঘেরাওকারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্যাহ খোকন বলেন, আমরা চাইলে কি মারতে পারতাম না। মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদ ভাইয়ের শরীরে হাত দিয়ে তারা কি প্রমাণ করতে চাইছেন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh