• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিন্ডিকেটের কাছে হেরে গেলাম

অনলাইন ডেস্ক
  ১০ জুলাই ২০১৬, ১০:২৭

দুঃখিত বন্ধুরা ক্ষমা করবেন। সিন্ডিকেটের কাছে হেরে গেছি। তাই বিটিভিতে ঈদের ২য় দিন আমার পরিচালিত নাটক ‌‘গল্প শেষে আমরা সবাই’ প্রচারিত হয়নি। বিটিভির হঠকারি সিদ্ধান্ত ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর সিন্ডিকেটের কারণে আমাদের গুনতে হলো কয়েক লাখ টাকার লোকসান।

প্রিভিউ কমিটির বিবেচনায় প্রথম স্থান করা নাটকটি যখন প্রচার না হয়, তখন কিই বা বলার থাকে, একজন পরিচালক বা প্রযোজকের। এজেন্সিগুলোর কাছে পুরো জিম্মি হয়ে পড়েছে আমাদের নাটক জগত। ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এই মিডিয়াটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অসহায়েত্বর কথা এভাবেই তুলে ধরেন তরুণ নাট্যকার ইমদাদুল হক খান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আমরা শত পরিশ্রম করে একটি নাটক বানাই। এরপর তা চ্যানেলগুলোর প্রচারে চলে নানা টালবাহানা। এরপর ভরসা থাকে এজেন্সিগুলো। তারাও রীতিমতো ফায়দা লুটার চেষ্টা করে। ২ লাখ টাকার একটি নাটক তারা ৭০/৮০ হাজার টাকায় কিনে নিতে চায়।

এভাবেই একজন প্রযোজক লোকসানের পাল্লা দেখে পরবর্তীতে আর ইনভেস্ট করতে আগ্রহ দেখায় না। স্বল্প পুঁজির প্রযোজকরা একসময় তাদের অতি কষ্টে অর্জিত অর্থ খুঁইয়ে পথে বসে পড়ে। এভাবে আর কত দিন।

আমাদের নাটক জগতের ধ্বংস ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি কোনো দায়িত্বই নেই।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh