• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৌমিত্রের আবৃত্তি জীবনের ১৫ বছর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৭, ১৪:১৫

আবৃত্তি জীবনের ১৫ বছর পূর্ণ করলেন বাচিকশিল্পী সৌমিত্র ঘোষ। এ উপলক্ষে আসছে ২৬ জুন সোমবার সন্ধ্যায় কলকাতার কলামন্দিরে ব্রুবাণ কলকাতা উপস্থাপন করতে চলেছে কবিতা-আবৃত্তি-গানের ত্রিমুখী সঙ্গম 'তিন ভুবনের তারে'।

আয়োজনে সৌমিত্রের আবৃত্তির সঙ্গে বাড়তি পাওনা বাংলা কবিতার ঐতিহ্য ধরা পাঠে স্বয়ং কবি শ্রীজাত ও বৈচিত্রময় নানা গানের ডালি নিয়ে শ্রীকান্ত আচার্য।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপস্থিত থাকবেন ও সংবর্ধিত হবেন বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষে বি এম জামাল হোসেন ও মাননীয়া স্বাতী গঙ্গোপাধ্যায় এবং চারজন যশস্বী উচ্চারণ শিল্পী প্রণতি ঠাকুর, ব্রততী বন্দোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত ও অমিতাভ রায়চৌধুরী।

আবহে শান্তনু বন্দোপাধ্যায়, মঞ্চ প্রকল্পনায় তরুণ কান্তি বারিক, আলোয় দীপঙ্কর দে এবং ধ্বনিতে সিম্ফনি। সমগ্র অনুষ্ঠানটির কথা বুননে অমিত চক্রবর্তী।

আরো উপস্থিত থাকবেন দুই বাংলার সংস্কৃতিপ্রিয় মানুষজন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh