• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যৌথ প্রযোজনার ছবিতে অনিয়ম খতিয়ে দেখবেন তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৭, ১৮:৪১

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অনিয়মের অভিযোগ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা।

রোববার বিকেলে এ বৈঠক করেন তারা।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে জরুরি সভায় ছিলেন ঐক্যজোটের প্রধান চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরো অনেকে।

বিকাল সাড়ে ৪টায় বৈঠক থেকে বের হয়ে রিয়াজ জানান, তথ্যমন্ত্রী আমাদের বলেছেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘বস টু’ ও শাকিব খান অভিনীত ‘নবাব’ ছবি দুটোর যৌথ প্রযোজনার অনিয়মের অভিযোগে দোষী। ছবিগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে জমা দেয়ার কথা বলেছেন তিনি। সোমবার এগুলো মন্ত্রণালয়ে দেব। এরপর তিনি অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

এদিকে রোববার রাত ৮টায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র ব্যবসায়ী ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে।

এতে অন্যদের মধ্যে চিত্রনায়ক শাকিব খানও উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে, ‘বস-টু’ ও ‘নবাব’র মুক্তি প্রসঙ্গেই এই সম্মেলন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh