• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হিরো আলমের 'নাচ না জানলে উঠান বাঁকা'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৭, ১২:১৮

দেশের প্রথম দীর্ঘ অনলাইন ধারাবাহিক নাটক 'নাচ না জানলে উঠান বাঁকা'। আসছে ঈদুল ফিতরের প্রথম সপ্তাহ ৩০ জুন থেকে।

এ ব্যাপারে পরিচালক ফুয়াদ আহমেদ অয়ন বলেন, নাটকটি নতুন ও ভিন্ন প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে। প্রথমবার ইউটিউবে এভাবে টিভি নাটকের মতো কিছু আসছে। দীর্ঘ ধারাবাহিক নাটক প্রকাশ হচ্ছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

তিনি আরো বলেন, গল্প খুবই মজার, শিক্ষণীয় ও রোমাঞ্চকর। আর সবচে' বড় বিষয় হচ্ছে নাটকটিতে যারা অভিনয় করেছে সবাই নতুন। মাত্র ৭ দিনের অডিশনে চূড়ান্তভাবে শিল্পীদের বাছাই করা হয়েছে।

গেলো মে মাসে ১০০ পর্বের ধারাবাহিকটির প্রথম লটের শুটিং শেষ হয়। এখন সম্পাদনার কাজ চলছে। নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অনলাইন দুনিয়ার আলোচিত মুখ হিরো আলম।
আরো রয়েছেন সাগর হায়দার, হৃদয় দেবনাথ, ইব্রাহিম খলিল, সৈকত রায়হান, খান দিদার, সিজু শাহরিয়ার, মিন মোস্তাকিন, ইশরাত দিপ্তি, রিফা জাকিয়া, আমিরুল, মোশারফ, সজীব, হিমু, হৃদয়, রুদ্রসহ অনেকে।