• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দুই নায়কের চীন লড়াই

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৭, ১৪:৫১

ভারতের বক্স অফিসে সব রেকর্ড ভেঙে ১৮০০ কোটির ব্যবসা করেছে প্রভাস অভিনীত 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'। এদিকে চীনে রিলিজের পর থেকে একের পর এক রেকর্ড করেই চলেছে আমির খান অভিনীত 'দঙ্গল'। ছবিটি আয় করেছে প্রায় ১১৫০ কোটি টাকা।

এবার সেই একই দেশের মাটিতেই শুরু হতে চলেছে দুই মহারথীর মহাযুদ্ধ। এক দিকে বাহুবলী, অন্যদিকে দঙ্গল।

আসছে ১৭ সেপ্টেম্বর ড্রাগনের দেশে মুক্তি পেতে চলেছে 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'। একসঙ্গে ৪০০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ছবিটি।

সিনে বিশেষজ্ঞদের মতে, চীনে খুব সহজেই বক্স অফিসের দৌড়ে আমির খানকে পিছনে ফেলে দেবেন প্রভাস। এখনও পর্যন্ত চীন বাদে সারা বিশ্বে দঙ্গলের রোজগার ৭৫০ কোটি। যা শুধুমাত্র চিনেই আয় ১১৫০ কোটি টাকা। অন্য দিকে শুধুমাত্র দেশেই বাহুবলীর রোজগার প্রায় ১৮০০ কোটি টাকা।

বিশ্বে এ ছবির গ্রস রোজগার ৩০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, সারা বিশ্বকে যে ভাবে মাতিয়ে রেখেছে বাহুবলী, তাতে চীনেও তার ব্যতিক্রম হবে না। এর ফলে দঙ্গলের রেকর্ড ছাপিয়ে যেতে খুব বেশি সময় নেবে না ছবিটি।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh